জামায়াত নেতাকে হত্যার অভিযোগ যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে 

জামায়াত নেতাকে হত্যার অভিযোগ
জামায়াত নেতাকে হত্যার অভিযোগ  © সংগৃহীত

লক্ষ্মীপুরে মাওলানা কাউসার (৫৫) নামে জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সভাপতিকে হত্যার অভিযোগ উঠেছে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার (৫ জুন) রাজিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (৫ জুন) রাজিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। জামায়াত নেতার মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে  নিশ্চিত করেছেন লক্ষীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক।

জানা গেছে,  নিহত কাউসার লক্ষীপুর সদরের ৬ নং ভাঙ্গাখাঁ ইউনিয়নের ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের রাজিবপুর গ্রামে ইয়াবা ব্যাবসায় বাঁধা দেওয়ার কারণে স্থানীয় যুবদল নেতা সোহাগ ও স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াদের নেতৃত্বে তাদের অনুসারীরা মাওলানা কাউসারের ওপর হামলা চালায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় তার পরিবারের আরও ৩ সদস্য আহত হয়েছেন।

এ বিষয়ে লক্ষীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ সকালে দু'গ্রুপের মারামারি হয়। এ সময় ওই জামায়াত নেতা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আমরা জানতে পেরেছি, তিনি হামলার শিকারও হয়েছেন।

তিনি আরও বলেন, তার পরিবার আমাদেরকে জানায়, হামলার শিকার হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ীতে গেলে বিকেলে বুকে ব্যাথা উঠে মারা যান তিনি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!