বিমানবন্দরে আটক পাবনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান শাহীন

শাহিন
শাহিন  © সংগৃহীত

বিদেশ থেকে দেশে ফিরতে বিমানবন্দরে নামার পর ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন পাবনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সোহেল হাসান শাহীন। মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। 

ইমিগ্রেশন পুলিশের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

আটক সোহেল হাসান শাহীন পাবনা পৌর এলাকার বালিয়াহালট এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গতবছর স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

শাহীনের যাত্রা সংক্রান্ত তথ্য বলছে, মঙ্গলবার (৩ জুন) দুপুর ২ টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন সোহেল হাসান শাহীন। তবে কবে নাগাদ তিনি বিদেশ গিয়েছিলেন এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, এদিন ঢাকায় অবতরণের পর সন্ধ্যায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে।

পুলিশের এ কর্মকর্তা আরো জানান, পাবনায় ছাত্রহত্যা সহ দুটি মামলা রয়েছে। এসব মামলায় শাহীন এজাহারভুক্ত আসামি নাহলেও তদন্তে এসব ঘটনায় তার সম্পৃক্ততা মেলায় তাকে আসামি করা হয়। ৪ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। আমাদের পুলিশের একটি টিম ইতোমধ্যে রওনা হয়েছে। গ্রেফতার করে বুধবার (৪ জুন) তাকে পাবনায় আনা হবে।

প্রসঙ্গত, গত বছরের ৪ আগস্ট পাবনা শহরের তৎকালীন ট্র্যাফিক মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি চালায় সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ খান সহ তার সাথে থাকা কয়েকজন। এ ঘটনায় জাহিদ ও নিলয় নামের দুই ছাত্র নিহত ও অনেকেই আহত হন। এসব ঘটনায় ছাত্র হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের হয়। শাহীন এজাহারভুক্ত আসামি নাহলেও তদন্তে তাকে দুটি মামলাতেই আসামি করা হয়


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!