জাল টাকা পাচারকালে চবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩

মো. মোদ্দাছির
মো. মোদ্দাছির  © সংগৃহীত

জাল টাকা পাচারকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার  (৩ মে) উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চবির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মোদ্দাছির (২৫), তার ছোট বোন হাফিজা আক্তার (১৯) ও রোহিঙ্গা নারী হালিমা আক্তার (২০)। মোদ্দাছির উখিয়া উপজেলা ছাত্রশিবিরের নেতৃত্বে ছিলেন বলে জানা গেছে।

এ প্রসঙ্গে,  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম বলেন, আমি এটা শুনেছি। তাকে চিনিও না। সে আদোও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি-না তাও জানি না। 
   
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে এসব জাল নোট সংগ্রহ করে চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ব্যাগ থেকে ১৩টি এক হাজার টাকার এবং ৩৬টি পাঁচশ টাকার জাল নোট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আজ রবিবার (৪ মে) আদালতে সোপর্দ করা হয়েছে। 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!