ডিবি পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ১

গ্রেপ্তার সুমন আহমেদ
গ্রেপ্তার সুমন আহমেদ  © টিডিসি

রাজশাহীর বাঘা পৌরসভার চকনারায়নপুর এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে দুইজনকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মাহিন আহমেদ মোহনের (১৮) বাবা বাঘা থানায় এ বিষয়ে মামলা করেন।

এ ঘটনায় শুক্রবার (২ মে) রাত সাড়ে ১০টার দিকে চকনারায়নপুর গ্রামের মো. সুমন আহমেদকে (২৯) গ্রেপ্তার করা হয়। তার পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে ভুক্তভোগী মাহিন আহমেদের চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জানা গেছে, গত ২৪ এপ্রিল বিকেলে চকনারায়নপুর গোলাম কোম্পানির বাড়ির পাশের পাকা রাস্তা থেকে মো. মাহিন আহমেদ (১৮) ও মো. মিনারুল মধু (২০) নামে দুই যুবককে অপহরণ করা হয়। পরে তাদের পরিবারের কাছে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ১ নম্বর আসামি মো. সুমন আহমেদসহ কয়েকজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে অপহরণের এই ঘটনা ঘটায়। যদিও ঘটনার দিন ভুক্তভোগীদের ছেড়ে দেওয়া হয়, কিন্তু তাদের মোটরসাইকেল ও মোবাইল ফোন অপহরণকারীরা নিয়ে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. সিফাত রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসি স্যারের নির্দেশনায় তিনি ও তার সঙ্গে থাকা ফোর্স ২৮ এপ্রিল মিরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ১ নম্বর আসামি সুমনকে আটক করার চেষ্টা করা হলে সে পালিয়ে যায়, তবে অপহৃত একটি লাল রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, ‘ডিবি পরিচয়ে অপহরণের একটি মামলা হয়েছে। প্রধান আসামি সুমন আহমেদকে গ্রেপ্তার করে শনিবার (৩ মে) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence