ইরেশ যাকের-হাসিনাসহ ৪০৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

অভিনেতা ইরেশ যাকের ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
অভিনেতা ইরেশ যাকের ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা  © সংগৃহীত

অভিনেতা ইরেশ যাকেরসহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও ৪০৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এ হত্যা মামলা দায়ের করা হয়েছে রাজধানীর মিরপুরে জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার ঘটনায়। মার্কেটিং ও বিজ্ঞাপন সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটির ব্যবস্থাপনা পরিচালক ইরেশ যাকের মামলার ১৫৭তম আসামি। 

গত ২৫ এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) কর ফাঁকির অভিযোগে এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেড (এশিয়াটিক এমসিএল)-এর সব ব্যাংক হিসাব জব্দ করে। এটি এশিয়াটিক থ্রিসিক্সটির প্রধান প্রতিষ্ঠান। ইরেশ যাকের এবং তার মা সারা যাকের এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান।

মিরপুর মডেল থানার পরিদর্শক রাজীব হোসেন জানান, গত ২০ এপ্রিল নিহত শ্রাবণের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পি এই মামলাটি দায়ের করেন। এটি নিহতের মৃত্যুর নয় মাস পর দায়ের করা হলো।

নওগাঁর মোশাররফ হোসেনের ছেলে শ্রাবণ মিরপুরে বসবাস করতেন। গত বছরের ৫ আগস্ট মিরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি পুলিশের গুলিতে নিহত হন।

এ মামলায় ইরেশ যাকের ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাবেক পুলিশ মহাপরিদর্শক, সাবেক স্বরাষ্ট্রসচিব, ঢাকার সাবেক পুলিশ কমিশনারসহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরও আসামি রয়েছেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!