ভারতে অনুপ্রবেশের চেষ্টা, একই পরিবারের ৪ বাংলাদেশি গ্রেপ্তার

গ্রেপ্তার করা ৪ বাংলাদেশি
গ্রেপ্তার করা ৪ বাংলাদেশি  © সংগৃহীত

ফেনীর পরশুরাম উপজেলার বাঁশপাদুয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় একই পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৩ এপ্রিল) রাতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার চৌরাংগী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শ্রীদাম চন্দ্র শীল (৪৮), তার স্ত্রী সঙ্গীতা রানী শীল (৪৩), ছেলে নোবেল চন্দ্র শীল (২১) এবং মেয়ে বর্ষা রানী শীল (১৮)। বিজিবি জানায়, তারা চারজন অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মানবপাচার চক্রের দুই সদস্য—বাঁশপাদুয়া গ্রামের মো. হাসান (৩০) এবং খণ্ডলহাই উত্তর কেতরাঙ্গা গ্রামের মো. আলী আহমেদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। আটক চারজনকে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল হাকিম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মানবপাচার চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।


সর্বশেষ সংবাদ