ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানায় তদবির ছাত্রদল নেতার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০১:০৩ PM , আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ০১:০৩ PM

রাজধানীর বিমানবন্দরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে সম্পৃক্ততার অভিযোগে রকিবুল ইসলাম নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে তাকে ছাড়িয়ে নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করেন বিমানবন্দর থানা ছাত্রদল সভাপতি রিপন।
ছাত্রলীগ নেতা রকিবুল ইসলামকে ছাড়ানোর জন্য ওসিকে ফোন দেওয়ার বিষয়টি অকপটে স্বীকার করেছেন বিমানবন্দর থানা ছাত্রদল সভাপতি রিপন।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া রকিবুল ইসলাম নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। সম্প্রতি বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে সম্পৃক্ততার অভিযোগে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশ। এরপরেই তাকে ছাড়ার জন্য ওসিকে ফোন দেন রিপন। এমনকি ওই ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে স্থানীয় ছাত্রদলের কয়েকজন কর্মীকেও থানায় পাঠান তিনি।
এ বিষয়ে জানতে বিমানবন্দর থানার ওসি তসলিমা আক্তারের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। পরবর্তীতে ডিউটি অফিসারকে ফোন দিলে তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দশ মিনিট পরে কল দিতে। পরবর্তীতে তাকে ফোন দেওয়া হলে তিনি আরও সময় চান। তৃতীয়বার তাকে ফোন দেওয়া হলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না।
অভিযোগের বিষয়ে বিমানবন্দর থানা ছাত্রদল সভাপতি রিপন বলেন, ‘আমি জানতাম না ও ছাত্রলীগ করে। এলাকার বড় ভাই টিপু আমাকে বিষয়টা জানিয়েছিল। তাই ওসিকে ফোন দেই।’
জানা গেছে, টিপু ৪৯ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগ নেতা। তিনি ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈমের অনুসারী।