হত্যা মামলার বিষয়ে ফাইয়াজের বড় ভাইয়ের স্ট্যাটাস

ফাইয়াজ
ফাইয়াজ  © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের জুলাইয়ে আটক করা হয়েছিল কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজ। একজন পুলিশ সদস্যকে হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছিল। তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা উঠলে ফাইয়াজের মামলা পুরোপুরি বাতিল করার জন্য কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ বিষয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তার বড় ভাই মাজহারুল ইসলাম। 

রবিবার (২০ এপ্রিল) রাত আনুমানিক ৮টায় তিনি এ স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে আগামী ফাইয়াজকে জুলাইয়ের হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া আগামীকাল চূড়ান্ত হবে বলে জানিয়েছেন তিনি। 

স্ট্যাটাসে তিনি লিখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায় থেকে আজ বিকেলে জানানো হয়েছে যে আগামীকাল ফাইয়াজকে জুলাইয়ের মামলা থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হবে। দ্রুততম সময়ের মধ্যে তাকে এই প্রহসনের মামলা থেকে মুক্ত করা হবে বলে জানানো হয়েছে। 

দীর্ঘসূত্রিতার বিষয়ে আক্ষেপ করে তিনি লিখেন, এতদিনের দীর্ঘসূত্রিতা পেরিয়ে আজ নেয়া সব তড়িৎ পদক্ষেপগুলোর চূড়ান্ত ফলাফল দেখার অপেক্ষায় আছি। একইসাথে জুলাই বিপ্লবীদের সঙ্গে হওয়া যেকোনো প্রহসনের অবসান দাবি করছি। জুলাই নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র নতুন বাংলাদেশে টিকবে না।

এ বিষয়ে জানতে চাইলে মাজহারুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগে যেটার জন্য আইন মন্ত্রণালয়ের কাছে যেতাম সেটা এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমলে নিয়েছে। অব্যাহতির বিষয়টা তারা আগামীকাল চূড়ান্ত করবে। কালকেও মামলা থেকে অব্যাহতি পেতে পারে। আবার দুই-একদিন দেরিও হতে পারে- এরকম একটা আশ্বাস আমাদের দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ছাত্রদলের যে দুইজন জবানবন্দি দিয়েছিল তারা বিষয়টা নিয়ে তারা তাদের জায়গা থেকে পদক্ষেপ নিচ্ছেন। এ বিষয়ে তাদের সাথে কথা হয়েছে।


সর্বশেষ সংবাদ