ধর্ষণে ব্যর্থ হয়ে নারীকে কুপিয়ে জখম
- নাটোর জেলা প্রতিনিধি
- প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১১:২৮ AM , আপডেট: ১১ এপ্রিল ২০২৫, ১১:২৮ AM

নাটোরে ধর্ষণে ব্যর্থ হয়ে এক নারীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জাকারিয়া হোসেন (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে গুরুদাসপুর উপজেলায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, অভিযুক্ত জাকারিয়া হোসেন বিয়াঘাট এলাকার আমির হোসেনের ছেলে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন তিনি।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে এক নারী কুমারখালী মাঠের একটি পুকুরে হাঁসের জন্য শামুক কুড়াতে যান। এ সময় একা পেয়ে জাকারিয়া তাকে কুপ্রস্তাব দেন। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জাকারিয়া ওই নারীকে জোরপূর্বক জাপটে ধরে পাশের ভুট্টাখেতে নিয়ে ধষর্ণের চেষ্টা করেন। এতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে জাকারিয়া তার হাতে থাকা কাঁচি দিয়ে ওই নারীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। পরে ভুক্তভোগী রক্তাক্ত শরীর নিয়ে মাঠের পাশের একটি বাড়ির উঠানে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সেখানে দুই সন্তানের জননী ওই নারী চিকিৎসাধীন রয়েছেন। তার গলা, কানের নিচে, দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক জাকারিয়া পলাতক রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, ‘এ সংক্রান্ত কোনো অভিযোগ এখনও থানায় আসেনি। মৌখিক বা লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’