বাকৃবিতে ছিনতাইকারীর কবলে শিক্ষার্থী, হাতেনাতে আটক ২

বাকৃবিতে ছিনতাইয়ের সময় ফোন ও টাকাসহ আটক দু’জন
বাকৃবিতে ছিনতাইয়ের সময় ফোন ও টাকাসহ আটক দু’জন  © টিডিসি রিপোর্ট

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পুলিশ। বুধবার (৯ এপ্রিল) রাতে উপাচার্য বাসভবন সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে এ ঘটনা ঘটে। এ সময় দু’জন পালিয়ে গেছেন।

আটক ব্যক্তিদের কাছ থেকে ছিনতাই করা দেড় হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) মোখলেছুর রহমান।

আটককৃ ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের কেওয়াটখালী এলাকার মো. রুমান (২০) এবং মো. রাকিব (২১)। তাদের সঙ্গে থাকা আরও দু’জন ছিনতাইকারী পালিয়ে গেছেন।

আরো পড়ুন: ঝুঁকিপূর্ণ ভবন ও জনবল সংকটই প্রধান সমস্যা কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে

এসআই মোখলেছুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তিকে আটক করতে সক্ষম হই। বাকিরা দৌঁড়ে পালিয়ে যান। আটক ছিনতাইকারীর কাছ থেকে ছিনতাইকৃত অর্থ এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।’

পালিয়ে যাওয়া অপর দুজনকে ধরতে অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতেই ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।


সর্বশেষ সংবাদ