কিশোরগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ  © সংগৃহীত

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্র বলছে, দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার (১ এপ্রিল) সকালে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. ফেরদৌস এবং বড়িবাড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল মজিদের মধ্যে বিরোধ ও মামলা বহুদিন ধরে চলছিল। এ বিরোধের জেরে ১০-১৫ দিন আগেও সংঘর্ষ হয়েছিল। মঙ্গলবার (১ এপ্রিল) সকালেই ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। হঠাৎ দেশীয় অস্ত্র হাতে নিয়ে দুপক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। সংঘর্ষের সময় দুই পক্ষের লোকজন রামদা, লাঠিসোটা ও ধারালো অস্ত্র ব্যবহার করে। এতে বেশ কয়েকজন গুরুতর জখম হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সংঘর্ষের পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ