টুঙ্গিপাড়ার সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদের সরঞ্জাম আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক

গাজী গোলাম মোস্তফার
গাজী গোলাম মোস্তফার  © সংগৃহীত

টুঙ্গিপাড়া উপজেলার একটি মসজিদের নামে বরাদ্দকৃত সরকারি বরাদ্দের টাকা তুলে নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার বিরুদ্ধে। এদিকে গিমাডাঙ্গা মধ্যপাড়া গাজীবাড়ি জামে মসজিদের সরকারি পাঁচ লক্ষ টাকাসহ এসি, সোলার ও অন্যান্য সরঞ্জাম আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক।

সোমবার (১৭ মার্চ) গোপালগঞ্জ জেলা দুদকের এক বিশেষ অভিযানকালে এ প্রমাণ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. মশিউর রহমান।

তিনি জানান, অভিযান পরিচালনাকালে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে মধ্যপাড়া গাজিবাড়ি জামে মসজিদের নামে বরাদ্দকৃত অর্থ, সোলার ইত্যাদির রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।


সর্বশেষ সংবাদ