শ্রমিকদের হামলায় বৈষম্যবিরোধীর ৩ ছাত্র প্রতিনিধি আহত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৩:১৯ PM , আপডেট: ১৭ মার্চ ২০২৫, ০৩:১৯ PM

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাইক্রোবাস স্ট্যান্ডের শ্রমিকদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন প্রতিনিধি আহত হয়েছেন। এ ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) রাতে উপজেলার উচালিয়াপাড়া মাইক্রোবাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
আহতরা হলেন, ইরফান খান, আলিফ মাহমুদ নাহিদ ও মো. মোয়াজ্জেম। এদের মধ্য ইরফান খান গুরুতর আহত হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে দশটার দিকে কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী এলাকায় একটি মোটরসাইকেলকে একটি মাইক্রোবাস চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা পিছু নিয়ে মাইক্রোবাসটি শনাক্ত করে। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা সেখানে যান এবং পুলিশকে খবর দেন।
এ সময় ছাত্র প্রতিনিধিরা ঘাতক মাইক্রোবাসটিকে আটক করে থানায় নেওয়ার অনুরোধ করেন। কিন্তু এতে মাইক্রোবাস স্ট্যান্ডের মালিক ও শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় হঠাৎ একটি ঢিল পড়ে মাইক্রোবাসের গ্লাস ভেঙে যায়। এতে ক্ষিপ্ত হয়ে মাইক্রোবাস স্ট্যান্ডের সভাপতি হেলালের নেতৃত্বে শ্রমিকরা ছাত্র প্রতিনিধিদের ওপর হামলা চালান।
এ বিষয়ে ওসি মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মাইক্রোবাস স্ট্যান্ডের সাতজনকে আটক করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।