পথশিশুকে ধর্ষণচেষ্টা, ৬৫ বছরের ঝালমুড়ি বিক্রেতাকে শনাক্ত করল ভুক্তভোগী

বরগুনা জেনারেল হাসপাতাল
বরগুনা জেনারেল হাসপাতাল  © ফাইল ছবি

বরগুনায় এক পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক ঝালমুড়ি বিক্রেতার বিরুদ্ধে। ঘটনার সাত দিন পর শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোসলেম (৬৫) নামে এক ঝালমুড়ি বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) রাত ২টার দিকে পৌরশহরের নয়াকাটা এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া বৃদ্ধ মোসলেম সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকার বাসিন্দা। ভুক্তভোগী শিশু (৮) (ছদ্মনাম) সদর উপজেলার বাসিন্দা। তাঁরর বাবা অন্যের সহযোগিতায় সংসার চালান, মা মানসিক প্রতিবন্ধী। 

জানা গেছে, মোসলেম সদর হাসপাতাল প্রাঙ্গণে ঝালমুড়ি বিক্রি করতেন। গত ৭ মার্চ হাসপাতালের দক্ষিণ পাশের গেটের কাছে পথশিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় তার নির্যাতনে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে আলোচনা তৈরি হলে হাসপাতালে দেখা যায়, শিশুটিকে কোনো রেজিস্ট্রারে ভর্তির তথ্য নেই। পরে একটি ওয়ার্ডে তার সন্ধান মেলে। শনিবার (১৫ মার্চ) রাত ২টার দিকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এ সময় তার সঙ্গে ছোট বোনও ছিল।

সন্দেহভাজন তিনজনকে আটক করে থানায় নিয়ে গেলে শিশুটি মোসলেমকে শনাক্ত করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোসলেম ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।

আরো পড়ুন: দেশে গত ২৬ মাসে ধর্ষণের শিকার ৯৭৫, ধর্ষণ-পরবর্তী হত্যা ৭১

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম বলেন, খবর পেয়ে সারারাত অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তার দেওয়া বর্ণনা অনুযায়ী তিনজনকে আটক করা হয়েছে। এর মধ্যে এক বৃদ্ধকে শিশুটি শনাক্ত করলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এ ধরনের ঘটনা সরকারি সংরক্ষিত প্রতিষ্ঠানের ভেতরে কীভাবে ঘটল, তা তদন্ত করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের কোনো অবহেলা ছিল কি না, কোনো স্টাফ এতে জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence