মহিষের পাল নিয়ে থানায় হাজির কৃষক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০১:০৫ PM , আপডেট: ১৩ মার্চ ২০২৫, ০১:১৪ PM

জমিতে ফলানো ধানগাছ খেয়েছে একপাল মহিষ। তাতেই ক্ষুব্ধ হন কৃষক। সেই ক্ষোভে থেকে মহিষের পাল নিয়ে থানায় হাজির তিনি। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়।
এমন ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। কৃষকের এমন কাণ্ডে এলাকায় সৃষ্টি হয় কৌতূহল।
গতকাল বুধবার (১৩ মার্চ) রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের এক কৃষক অদ্ভুত এই কাণ্ড ঘটান। যদিও পরে আপসের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে আলীনগর ইউনিয়নের এক কৃষকের ধানখেতে একপাল মহিষ ঢুকে ধানগাছ খেয়ে ফেলে। এতে ক্ষুব্ধ হয়ে কৃষক মহিষগুলো ধরে থানায় নিয়ে যান। পরে বিষয়টি আপসের মাধ্যমে সমাধান করে মালিকের কাছে মহিষ হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামিম আকিনজি বলেন, একজন কৃষক ক্ষুব্ধ হয়ে থানায় মহিষের পাল নিয়ে আসেন। পরে বিষয়টি মহিষের মালিকের সঙ্গে সমাধান করা হয়েছে।