চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৪:৫২ PM , আপডেট: ০৭ মার্চ ২০২৫, ০৪:৫২ PM

খুলনার বটিয়াঘাটায় গলা কেটে চালককে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (৭ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত চালকের নাম মো. হাফিজুল ইসলাম (৫০)। তিনি খুলনা মহানগরীর খালিশপুর এলাকার মৃত খাদেমুল ইসলামের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বটিয়াঘাটা-গাওঘরা সড়কের বটিয়াঘাটা কালভার্টসংলগ্ন মাছের ঘেরের পাশে হাফিজুলকে গলা কেটে হত্যা করে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। হত্যার পর ইজিবাইকটি নিয়ে যায় তারা। আজ সকালে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
বটিয়াঘাটা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, হত্যার ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।