ইফতার বিতরণ কর্মসূচি থেকে ছাত্রলীগ নেতা আটক

আটক সাইদুর রহমান রায়হান
আটক সাইদুর রহমান রায়হান  © টিডিসি ফটো

নোয়াখালীতে ‘সাইবার ওয়ারিয়র্স’ নামক একটি সামাজিক সংগঠনের ব্যানারে এক ছাত্রলীগ কর্মীর পুনর্বাসন চেষ্টার অভিযোগে ইফতার বিতরণের একটি কর্মসূচি থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত সাইদুর রহমান রায়হান নোয়াখালী পৌরসভা ছাত্রলীগের সাবেক সদস্য ও সাইবার ওয়ারিয়র্স প্লাটফর্মের প্রতিষ্ঠাতা সভাপতি। 

গতকাল মঙ্গলবার (৪ মার্চ) বিকালে জেলা শহর মাইজদির প্রধান সড়কের পাশ থেকে গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

নোয়াখালীর জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন অভিযোগ করে বলেন, ‘সাইদুর রহমান রায়হান শিবির ট্যাগ দিয়ে নিরপরাধ শিক্ষার্থীদের মারধর, আওয়ামী লীগের পক্ষে এক্টিভিজম এবং নানান কর্মসূচির মাধ্যমে নিজেকে পুনর্বাসনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সাইদুর রহমান রায়হান ২০২২ সালে ছাত্রলীগের পৌরসভা কমিটির সদস্য হিসেবে সক্রিয় ছিলেন। এছাড়া সাইবার ওয়ারিয়র্সকে ব্যবহার করে ছাত্রলীগের কর্মসূচি বাস্তবায়ন, বন্যা পরবর্তী সময়ে ছাত্রলীগকে পুনর্বাসন, মেয়েদের ব্যবহার করে হানিট্র্যাপের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ রয়েছে।’

নোয়াখালী জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিনিয়র যুগ্ম সদস্য সচিব মেহেদি হাসান সীমান্ত বলেন, ‘রায়হান দীর্ঘদিন ধরে সাইবার অপরাধ ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল। ২০২২ সালে কলেজে আমাকে শিবির ট্যাগ দিয়ে মারধরও করেছে। নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা তার কার্যক্রম নিয়ে তদন্ত চালাচ্ছিল এবং অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে গতকাল আটক করেছে। নিজের লীগ সংশ্লিষ্টতা ঢাকতে সে মূলত এ সংগঠনকে পুনর্বাসনের মাধ্যম হিসেবে ব্যবহার করছে।’

তবে এসব অভিযোগ নাকচ করে নাম প্রকাশে অনিচ্ছুক সাইবার ওয়ারিয়র্সের এক সংগঠক জানান, রায়হানের বিরুদ্ধে আনীত এসব অভিযোগ সম্পূর্ণ অসত্য। আমরা সাংগঠনিকভাবে প্রশাসনকে নানাভাবে সহযোগিতা করে আসছিলাম। মানবিক কার্যক্রমের মধ্য দিয়ে জেলা মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করতে রায়হান খুব সক্রিয় ছিল। কাজের স্বার্থে আমরা জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ রাখতাম। আমাদের প্রতি এসব অবিচার করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব করা হচ্ছে। কোনো মামলা ছাড়াই তাকে গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি। 

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তাকে ডিবি আটক করে থানায় হস্তান্তর করে। যেহেতু তার বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত সংগঠনের সংশ্লিষ্টতাসহ আরও নানান অভিযোগ রয়েছে, আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence