সিলেটে সাবেক যুবদল নেতা গ্রেফতার

জয়দীপ চৌধুরী মাধব
জয়দীপ চৌধুরী মাধব  © টিডিসি ফটো

সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) জয়দীপ চৌধুরী মাধব (৩৫)কে গ্রেফতার করেছে এসএমপির কোতোয়ালি থানা পুলিশ। সে নগরীর দাড়িয়াপাড়া এলাকার অজিত চৌধুরীর ছেলে। 

রবিবার (২ মার্চ) সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার দেবকুনা গ্রাম থেকে সুনামগঞ্জ জেলা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, জয়দীপ চৌধুরী মাধবের নেতৃত্বে নগরীর জেলা পরিষদের সামনে ফুটপাত থেকে কাজল মিয়া নামের এক হকারকে অপহরণ করা হয়। পরে তাকে জিন্দাবাজার সিতারা ম্যানশনে নিয়ে ছুরি দিয়ে ভয় দেখিয়ে ১৬৫০০ টাকা চাঁদা আদায় করে ও আরও ৩০০০০ টাকা চাঁদা দাবি করে এবং তাকে কিল ঘুষি লাথি মেরে লীলাফুলা জখম করে। পরবর্তীতে পুলিশের তৎপরতায় তাকে ছেড়ে দেয় তারা।

এ ঘটনায় মাধবকে প্রধান আসামি করে ৭/৮ জনের বিরুদ্ধে কাজল মিয়া অভিযোগ দায়ের করেন। কোতোয়ালী মডেল থানার ১ মার্চ পেনাল কোডের ৩৬৫/৩৮৫/৩৮৬/৩৮৭/৩২৩/৩৪ ধারায় মামলাটি রুজু করা হয়। 

মামলার প্রেক্ষিতে রবিবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার দেবকুনা গ্রামে সুনামগঞ্জ জেলা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে মাধবকে গ্রেফতার করে এসএমপির কোতোয়ালি থানা পুলিশ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence