ঢাবি শিক্ষককে মারধর করা সেই বাস চালক ও হেলপার আটক

  © প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের শিক্ষককে মারধর ও লাঞ্ছনার ঘটনায় মিরপুর সুপার লিংকের সেই বাস চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর পল্লবী থানা পুলিশ তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার অফিসার্স ইনচার্জ মো. নজরুল ইসলাম। 

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে লাঞ্ছিত করা সেই বাস চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আমরা স্যারকে (ঢাবি শিক্ষক) থানায় আসতে বলেছি, তিনি থানায় আসতেছেন। স্যার যেভাবে চাইবেন অর্থাৎ স্যার যদি মামলা করেন তাহলে আমরা সেভাবেই ব্যবস্থা গ্রহণ করব। আর স্যার যদি ক্ষমা করে দেন, তাহলে সেটা স্যারের ব্যাপার, আমরা বিষয়টি স্যারের ওপর ছেড়ে দিয়েছি। 

এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ডিউটি শেষে ফেরার পথে মিরপুর সুপার লিংকের এক বাস চালক ও হেল্পারের কাছে মারধর ও লাঞ্ছনার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক আদিব শাহরিয়ার জামান।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার পর রাজধানীর মিরপুর ১১ তে ওই শিক্ষকের উপর হামলার ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে নিজ ফেসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ওই শিক্ষক। ঘটনাটি জানাজানি হলে চালক ও হেলপারের গ্রেফতারের দাবিতে মিরপুর সুপার লিংকের ৫টি বাস আটক করে রাখে শিক্ষার্থীরা।  


সর্বশেষ সংবাদ