মাদকের দ্বন্দ্বে ফেনীর সেই যুবক খুন, গ্রেপ্তার ৩

গ্রেপ্তার বেলালের তিন বন্ধু
গ্রেপ্তার বেলালের তিন বন্ধু  © টিডিসি ফটো

ফেনীর ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর এলাকার বাসিন্দা বেলাল হোসেনকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হয়েছে ছাগলনাইয়া থানা পুলিশ। এ ঘটনায় বেলালের তিন বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছে ছাগলনাইয়া থানা পুলিশ।

আটকরা হলেন- ছাগলনাইয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মো. আলাউদ্দিনের ছেলে আসলাম উদ্দিন, নুর হোসেনের ছেলে রাফিকুল ইসলাম হৃদয় এবং মো. আলমগীরের ছেলে জিহাদ উদ্দিন। আটকদের মধ্যে দুইজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

পুলিশ সূত্রে জানা যায়, বেলাল হোসেনের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে দক্ষিণ সতর গ্রামের তুলাতুলি বাজারে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়। ওই ফুটেজে বেলালসহ তিনজনকে দেখা যায়। সিসিটিভি ফুটেজে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসলে তারা জবানবন্দি দেন। এতে মাদকের দ্বন্দ্বে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। 

জানা যায়, আসামিরা মাদক সেবন নিয়ে নিজেদের মধ্যে মারামারির কথা স্বীকার করলেও কার আঘাতে বেলালের মৃত্যু হয়েছে, তা কেউ স্পষ্ট করেনি। জিজ্ঞাসাবাদে আসামিরা বিভ্রান্তিকর তথ্য দেওয়ায়, আরও গভীর তদন্তের জন্য তাদের রিমান্ড আবেদন করা হয়। গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ তিন আসামিকে ফেনীর আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে ছাগলনাইয়া আমলি আদালত আসলাম উদ্দিন ও রাফিকুল ইসলাম হৃদয়ের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ব্যাপারে ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন রাশেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‌‘জবানবন্দি অনুযায়ী নিশ্চিত হওয়া গেছে যে বেলালের মৃত্যু স্বাভাবিক ছিল না। এটি ছিল হত্যাকাণ্ড। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আদালত তাদের মধ্যে দুজনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

এদিকে, বুধবার রাতে জানাজা শেষে বেলাল হোসেনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে দুপুরে ফেনীর জেনারেল হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। এ ঘটনায় বুধবার রাতে নিহত বেলালের বাবা নুরুল আলম মিন্টু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয়ের রাস্তার পাশে থেকে নিহত বেলাল হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলালের মরদেহ উদ্ধার করে।


সর্বশেষ সংবাদ