আইনশৃঙ্খলা মিটিংয়ে এসে ৪ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

  © সংগৃহীত

জামালপুরের মেলান্দহে আইনশৃঙ্খলা কমিটির মাসিক মিটিংয়ে এসে গ্রেপ্তার হয়েছেন চার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মেলান্দহ উপজেলা চত্বর থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম

গ্রেপ্তারকৃতরা হলেন হলেন, ৭নং চরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন ভুট্রু, ৮নং ফুলকোঁচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, ৯নং ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুল ইসলাম লিটু এবং ১১নং শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুর রহমান সাইদ মাস্টার।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আলমগীর জানান, চারজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসিক আইনশৃঙ্খলা মিটিংয়ে উপস্থিত ছিলেন। মিটিং শেষ করে বের হওয়ার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘চলমান ডেভিল হান্টের অভিযানের অংশ হিসেবে মেলান্দহ থেকে চার চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence