মামলা থেকে বাদ দিতে চাঁদা দাবি, অডিও ভাইরালের পর জিডি স্বেচ্ছাসেবক দল নেতার 

বামনা উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো. ইসমাইল হোসেন সোহাগ
বামনা উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো. ইসমাইল হোসেন সোহাগ  © সংগৃহীত

বরগুনার বামনায় বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলার বাদী স্বেচ্ছাসেবক দল নেতার চাঁদা দাবির একটি অডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। অডিওতে শোনা গেছে, বাদী হিসেবে মামলা থেকে বাদ দিতে এক আসামির নিকট চাঁদা দাবি করছেন। শুক্রবার রাতে ছাত্রলীগ নেতা রাফান জোমাদ্দার আকাশ তাঁর ফেসবুকে অডিওটি ফাঁস করেন।

স্বেচ্ছাসেবক দল নেতার নাম মো. ইসমাইল হোসেন সোহাগ। তিনি সংগঠনের বামনা উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক। ভাইরাল হওয়া অডিও রেকর্ড তাঁর নয় দাবি করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। এ নেতা নিজের ফেসবুকে  পোস্ট দিয়ে লিখেছেন, অডিও ফাঁসকারী ছাত্রলীগ নেতা রাফান জোমাদ্দার আকাশ নামে কাউকে তিনি চেনেন না। 

বিএনপির অফিস ভাঙচুরের মামলার ৩৬ নম্বর আসামি আকাশ ফেসবুকে লিখেছেন, মামলার বাদী যদি তাকে না চেনেন, তাহলে কীভাবে তাঁকে আসামি করেছেন। বামনা উপজেলায় অডিও রেকর্ড নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অডিওতে শোনা গেছে, ছাত্রলীগ নেতা উপজেলা বিএনপির অফিস ভাঙচুরের মামলার বাদী উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম-আহ্বায়ক মো. ইসমাইল হোসেন সোহাগকে ফোন করেন।

ফোনে ছাত্রলীগ নেতা বলেন, ‘আমি বিগত ১৬ বছরে কিছুই করতে পারিনি। টিআর, কাবিখা এসবের শুধু নামই শুনেছি, এখন আপনাকে যা দিতে হবে তা এক ভাইয়ের কাছ থেকে এনে দিতে হবে। এখন কয় টাকা দিতে হয় বলেন, আমি এনে দেই।’

স্বেচ্ছাসেবকদল নেতা বলেন, ‘ওই ‘হা...রে ফোন দে (জনৈক এক পুলিশ সদস্য) ওরে ক’। জবাবে ছাত্রলীগ নেতা বলেন, সেতো মোরে ১০ এর কথা বলছে, এখন আপনি যেটা বলবেন সেটা।’ জবাবে মামলার বাদী বলেন, ‘মোরে কয় ৩০ আর তোরে কয় ১০। হা...রে লাগে এহন কেনু।

আরো পড়ুন: জাবিতে ‘লাল সন্ত্রাস’ নিয়ে সজাগ থাকার আহবান, ঝিনাইদহে তিন হত্যার প্রতিবাদ

ছাত্রলীগ নেতা বলেন, ‘৩০ হাজার? সে যদি আপনাকে ৩০ হাজার বলে থাকে, তাহলে আমি এতো টাকা পামু কই বলেন?’ জবাবে নেতা বলেন, ‘এহন তুই যা দেও যা হরো হ্যার লগে কথা কইয়া হর। তুই আবার রেকর্ড কইরা মোরে ভোগে হালাইস না।’

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭ নভেম্বর বামনা বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে একটি মামলা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো. ইসমাইল হোসেন সোহাগ। মামলায় উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগসহ ১১৬ জনকে আসামি করা হয়।

ভিডিও ছড়ানোর ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা ইসমাইল হোসেন সোহাগ শনিবার (২২ ফেব্রুয়ারি) বামনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এতে তিনি উল্লেখ করেন, অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর নামে অশ্লীল ও মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে গালাগাল করেছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence