এনসিটিবির সামনে হামলার ঘটনায় আরও ১ জন গ্রেপ্তার

শাহাদাৎ ফরাজী সাকিব নামে আরও একজন গ্রেপ্তার
শাহাদাৎ ফরাজী সাকিব নামে আরও একজন গ্রেপ্তার  © ডিএমপি

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে আন্দোলনরত ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার মামলায় শাহাদাৎ ফরাজী সাকিব (৩৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ডিবি-মতিঝিল বিভাগ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় রাজধানীর শ্যামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি দুপুরে পাঠ্যপুস্তকের মলাটে গ্রাফিতির বিষয়কে কেন্দ্র করে মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় পাহাড়ি ছাত্র পরিষদ কর্তৃক ১৭ জানুয়ারি মতিঝিল থানায় এজাহারনামীয় ১৬ জনসহ অজ্ঞাতনামা আরো ২০০/৩০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত মোঃ শাহাদাৎ ফরাজী সাকিব উক্ত মামলার ৬ নং এজাহারনামীয় আসামি।

উল্লেখ্য, উক্ত সংঘর্ষের ঘটনায় ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ রাতে এজাহারনামীয় আসামি আরিফ আল খবির (৩৮) এবং মোঃ আব্বাস (২৪) কে গ্রেফতার করেছিলো মতিঝিল থানা পুলিশ। পরবর্তীতে গত ২৯ জানুয়ারি রাত আনুমানিক ১২.১০ ঘটিকায় মোঃ হাবিবুর রহমানকে গ্রেফতার করেছিল ডিবি। এ নিয়ে এই মামলায় মোট চারজনকে গ্রেফতার করেছে ডিবি ও মতিঝিল থানা পুলিশ।

গ্রেফতারকৃত শাহাদাৎ ফরাজী সাকিবকে মতিঝিল থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ সংবলিত একটি চিত্রকর্ম স্থান পেয়েছিল। সেখানে একটি গাছের পাঁচটি পাতায় লেখা ছিল মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও আদিবাসী; পাশে লেখা ছিল ‘পাতা ছেঁড়া নিষেধ’। গত ১২ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ ব্যানারে এনসিটিবি ঘেরাও করার পর রাতে ওই বইয়ের অনলাইন সংস্করণ থেকে চিত্রকর্মটি সরিয়ে ফেলা হয়। তারপর গত ১৫ জানুয়ারি পাঠ্যপুস্তক ভবন ঘেরাওয়ের ঘোষণা দেয় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’ নামে আদিবাসী শিক্ষার্থীদের একটি সংগঠন। একইসময়ে ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ও কর্মসূচি ঘোষণা দেয়। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে।


সর্বশেষ সংবাদ