আ. লীগের লিফলেট বিতরণকালে যুবলীগ-ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৩ AM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৩ AM

সাবেক রেলপথমন্ত্রী জিল্লুল হাকিমের নির্দেশে আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় যুবলীগ ও ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস লিফলেট ও ১০টি বাঁশের লাঠি জব্দ করা হয়। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন রাজবাড়ীর পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— পাংশা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও নারায়ণপুর এলাকার মো. নজরুল কাজীর ছেলে মো. রবিউল ইসলাম বাবু (৩৮), বাবুপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য ও চাঁদপুর এলাকার মৃত. রহমত আলী শেখের ছেলে মো. নয়ন শেখ (৪০) এবং বাবুপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও নিশ্চিন্তপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. নাজমুল হোসাইন (৩৪)।
পুলিশ জানায়, রবিবার ভোরে বাবু, নয়ন ও নাজমুল রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে আওয়ামী লীগের সরকারবিরোধী লিফলেট বিতরণ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানা পুলিশের একটি টহল টিম গিয়ে তাদের গ্রেফতার করে।
এ সময় তাদের সঙ্গে থাকা যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন পালিয়ে যায়। তাদের কাছ থেকে ৩০ পিস লিফলেট ও ১০টি বাঁশের লাঠি জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, মো. জিল্লুল হাকিম (সাবেক রেলপথমন্ত্রী ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি), তার ছেলে মিতুল হাকিম (জেলা আওয়ামী লীগের সদস্য), খন্দকার সাইফুল ইসলাম বুড়ো (পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি) ও আয়নাল সরদার অতুলের নির্দেশে তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে লিফলেট বিতরণ করছিল।