খালি পায়ে স্কুলে আসায় ছাত্রীকে বেত্রাঘাত প্রধান শিক্ষকের, হাসপাতালে ভর্তি

  © ফাইল ফটো

নড়াইলের লোহাগড়া উপজেলায় জুতা পরে বিদ্যালয়ে না যাওয়ায় লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বেত দিয়ে বেধড়ক পিটিয়েছেন প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান। এতে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নির্যাতনের শিকার ছাত্রী হাবিবা খান মিষ্টি উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের মনিরুজ্জামান খান সেন্টুর মেয়ে। এ ঘটনার পর মিষ্টির বাবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

মিষ্টির বাবা, মনিরুজ্জামান খান সেন্টু, জানান যে তার মেয়ে রোজা রাখার কারণে শারীরিকভাবে অসুস্থ অনুভব করছিল এবং তাই জুতা না পরেই বিদ্যালয়ে চলে যায়। এ কারণেই প্রধান শিক্ষক তাকে বেত দিয়ে পিটিয়েছেন। তিনি এ ঘটনার উপযুক্ত বিচার চান এবং অভিযোগ দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে। 

মারধরের বিষয়টি অস্বীকার করে প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ছাত্র-ছাত্রীদের শাসন করা প্রয়োজন, তবে আমি তাকে মারধর করিনি। শুধুমাত্র কয়েকজন শিক্ষার্থীর সামনে শাসন করেছি। তিনি আরও বলেন, এ ঘটনায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেছে, যা তিনি স্বীকার করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভুঁইয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বেতাঘাত করার বিষয়টি সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ। তাই শিক্ষার্থীদের বেতাঘাত করা যাবে না।


সর্বশেষ সংবাদ