স্কুলের জায়গা দখল করে কার্যালয় নির্মাণ বিএনপি নেতার

বাঁশের খুঁটি দিয়ে জায়গা দখল
বাঁশের খুঁটি দিয়ে জায়গা দখল  © সংগৃহীত

বিদ্যালয়ের জায়গা দখল করে দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে নাটোরের লালপুরে আব্দুল হামিদ নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। তিনি ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী। এরই মধ্যে মাটি ফেলে জমি উঁচু করে বাঁশের খুঁটি দিয়ে জায়গাটি দখলে নেওয়া হয়েছে। 

উপজেলার আড়বাব ইউনিয়নের বোয়ালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় এমনটি দেখা যায়। অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে ওয়ার্ড বিএনপির কার্যালয় করার নামে বিদ্যালয়ের জমিতে ঘর নির্মাণ করা হচ্ছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জেসমিন আক্তার বলেন, আমাকে না জানিয়ে আব্দুল হামিদ নামে এক ব্যক্তি বিএনপির অফিস করার জন্য মাটি ফেলে জায়গা উঁচু করে ঘর নির্মাণ করছেন। স্থাপনা নির্মাণে নিষেধ করা হয়েছে। তবে এখন পর্যন্ত তারা স্থাপনা অপসারণ করেননি।

জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল হামিদ বলেন, ‘আমার নেতৃত্বে বাঁশ দিয়ে খুঁটি পুঁতে বিএনপির পার্টি অফিস নির্মাণের কাজ চলছে।’ বিদ্যালয়ের জমিতে কার্যালয়ে করতে পারেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘স্কুল মার্কেটের পাশে জায়গা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। ছেলেপেলে একটু বসবে এজন্য বসার জায়গা করা হচ্ছে।’

এ বিষয়ে আড়বাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন বলেন, ‘আমার জানা নেই। সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, ‘বিদ্যালয়ের জমিতে কোনো স্থাপনা নির্মাণের সুযোগ নেই। খোঁজ নিয়ে অবৈধ স্থাপনা অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ