ব্রাজিলে বিমান বিধ্বস্ত: নিহত সব আরোহী

বিধ্বস্ত বিমান
বিধ্বস্ত বিমান  © সংগৃহীত

ব্রাজিলে ছোট একটি প্রাইভেট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন। রবিবার (২২ ডিসেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় গ্রামাদো শহরে এই দুর্ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটিতে পাইলট হিসেবে ছিলেন ব্রাজিলের একজন ব্যবসায়ী লুইজ ক্লাউডিও গালেজ্জি। বিমান বিধ্বস্তের ঘটনায় তিনিসহ তার স্ত্রী ও তাদের তিন কন্যা নিহত হয়েছেন। এ ছাড়া পরিবারের আরও অন্য সদস্যও নিহত হয়েছে। 

বিবিসি বলছে, বিমানটি একটি ভবনের চিমতিতে ধাক্কা মারে। এরপর একটি বাড়ি ও দোকানে বিধ্বস্ত হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় স্থলভাগে অন্তত ১৭ জন আহত হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। 

ব্রাজিলিয়ান মিডিয়ার খবরে বলা হয়েছে, ৬১ বছর বয়সী গালেজ্জি তার পরিবারকে নিয়ে সাও পাওলো রাজ্যের জুনদিয়ায় ভ্রমণে বেরিয়েছিলেন। রাজ্যের গভর্নর এক সংবাদ সম্মেলনে জানান, বিমানে থাকা গালেজ্জি পরিবারের ১০ জন নিহত হয়েছে।

তিনি বলেছেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যেই উড্ডয়ন করেছিল। তিন কিলোমিটার উড়ার পর বিমানটি বিধ্বস্ত হয়েছে। 


সর্বশেষ সংবাদ