দেশীয় অস্ত্র হাতে চড়াও শ্রমিক লীগ নেতার ভিডিও ভাইরাল

দেশীয় অস্ত্র হাতে শ্রমিক লীগ নেতা গোলাম কিবরিয়া
দেশীয় অস্ত্র হাতে শ্রমিক লীগ নেতা গোলাম কিবরিয়া   © সংগৃহীত

বরগুনায় দেশীয় অস্ত্র হাতে গোলাম কিবরিয়া নামে এক শ্রমিক লীগ নেতার ১৭ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই নেতা বরগুনা জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ও সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। বরগুনা পৌরশহরের ওই নেতার নিজ বাসভবনের মধ্যেই  ভিডিওটি ধারণ করা হয়েছে বলে একাধিক ব্যক্তি জানিয়েছেন।

১৭ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, একটি ঘরের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে উত্তেজিত হয়ে বাকবিতণ্ডা করছেন শ্রমিক লীগ নেতা গোলাম কিবরিয়া। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র (চাকু) নিয়ে তাদের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করেন ওই নেতা। পরে সেখানে থাকা লোকজন তাকে বাধা দেন। এ ঘটনায় ভিডিওতে কাউকে হতাহত হতে দেখা যায়নি।

এ বিষয়ে  বরগুনা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. তালিমুল ইসলাম পলাশ বলেন, কিবরিয়া এক সময় জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। দুই দলের চরিত্রই সন্ত্রাস, লুটপাট  ও দখলবাজি করা। তার যে ভিডিওটি আমরা দেখেছি, এটি একটি সন্ত্রাসীমূলক কার্যক্রম এবং অত্যন্ত নিন্দনীয়।এ ঘটনায় গোলাম কিবরিয়াকে আইনের আওতায় এনে যথাযথ বিচারের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাই।'

ভাইরাল হওয়া ভিডিও ক্লিপের বিষয়ে কথা বলতে শ্রমিক লীগ নেতা গোলাম কিবরিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, 'যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সে বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'


সর্বশেষ সংবাদ