মোবাইল চার্জ দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৪০
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৯:০২ AM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯ AM
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার থানাবাজার এলাকায় মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়। আহতদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সন্ধ্যায় বর্ণি গ্রামের এক ব্যক্তির মোবাইল চার্জ দেওয়া নিয়ে কাঁঠালবাড়ী গ্রামের অপর একব্যক্তির সঙ্গে কথা- কাটাকাটি হয়। এই ঘটনার জেরে এক পক্ষের লোকজন বর্ণি সড়কে গাড়ি আটক করে। এরপর কোম্পানীগঞ্জ, বর্ণি ও কাঁঠালবাড়ী গ্রামের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নিলে অন্তত ৪০ জন আহত হন। এ সময় বিভিন্ন দোকানপাট ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।’
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মাহমুদ আদনান বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে মোবাইল চার্জ দেওয়া নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এ নিয়ে তিনটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। রাত পৌনে ১০টায় সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।’