ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি নদী গ্রেফতার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ AM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ AM
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল শাখার সভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাবেক এই ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে দীর্ঘদিন ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০১৫ সালে এ নিয়ে তার তখনকার হলের এক ছাত্রী ঢাবি ভিসি ও প্রক্টরের কাছে অভিযোগ করেন বলে জানা যায়।
এছাড়াও ২০১৮ সালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির মাদকবিষয়ক এক প্রতিবেদনেও ইয়াবা ব্যবসায় নদী জড়িত বলে উল্লেখ রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক বিষয়টি নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে এই ছাত্রসংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল ছাত্রলীগের সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এর আগে গত ২৩ অক্টোবর আওয়ামী লীগের অঙ্গসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার।