রাজধানীতে কলেজছাত্রীর বিষপান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১২:৪৪ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৪, ০১:১৩ PM
রাজধানীতে অদিতি রাণী দে (১৮) নামে এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। রোববার (৬ অক্টোবর) সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অদিতি কুমিল্লার দাউদকান্দির সম্ভুদিয়া গ্রামের লিটন চন্দ্র দে’র মেয়ে। তিনি পরিবারের সঙ্গে হাজারীবাগের ভাড়া বাসায় থাকতেন। মুন্সি আব্দুর রউফ কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন তিনি।
নিহত ছাত্রীর বাবা লিটন চন্দ্র দে গণমাধ্যমকে বলেন, তার দুই ছেলে-মেয়ের মধ্যে অদিতি বড়। এবার পূজায় অদিতি শাড়ি কিনে দিতে বলেছিল। তাকে সেটি কিনে দেওয়া হয়েছে। তবে কয়েকদিন আগে তার শিক্ষক লেখাপড়ায় অমনোযোগী হওয়ার কথা জানায়। এ কারণে তাকে শাসন করেছিলেন।
আরো পড়ুন: অপরাধে জড়িয়ে চার মেডিকেলের ১০২ শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার, বেশিরভাগই ছাত্রলীগের
তিনি বলেন, সকালে তার রুমে গিয়ে দেখেন, সে কাতরাচ্ছে। পরে জানায়, ‘বাবা আমি বিষ খেয়েছি’। তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে কলেজ ছাত্রী অদিতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি সাংবাদিকদের বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।