বিচারপতি মানিকের গ্রেপ্তার আবেদন মঞ্জুর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৬ PM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫২ PM
বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী-আল-ফারাবীর আদালত পৃথক ছয় হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। নিজেকে নিরপরাধ দাবি করে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন।
এসব মামলার শুনানিকালে বিচারপতি মানিক আদালতের উদ্দেশে বলেন, আমি নিরপরাধ। আমার বিরুদ্ধে এসব মামল মিথ্যা ও বানোয়াট।
ছাত্র জনতার অভ্যূথানে গত ৫ আগস্ট সরকার পতনের পর সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলা, আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলা ও বাড্ডা থানার পৃথক চারটি হত্যা মামলার আসামী করা হয়।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় বিচারপতি মানিককে আদালতে হাজির করা হয়এরপর তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়।