গুলশান থেকে গ্রেপ্তার সাবেক বানিজ্যমন্ত্রী টিপু মুনশি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০১:৪৬ AM , আপডেট: ২৯ আগস্ট ২০২৪, ০১:৫৩ AM
সাবেক বানিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২৮ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে।
র্যাব সদরদপ্তরের গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান খান এ তথ্য জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন নিহতের ঘটনায় জাতীয় সংসদের সাবেক স্পিকার, বিভাগীয় কমিশনার, ডিসি, এসপি আওয়ামী লীগ নেতাসহ ১৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা হয়েছে।
মিলনের স্ত্রী দিলরুবা আক্তার বাদী হয়ে রংপুর কোতয়ালী মেট্রো থানার কগনিজেন্স ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।