দীপু মনি ও তার ভাইয়ের নামে নাশকতার মামলা

দীপু মনি ও তার ভাইয়ের নামে নাশকতার মামলা
দীপু মনি ও তার ভাইয়ের নামে নাশকতার মামলা  © ফাইল ছবি

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এবং তার ভাই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপুসহ ৩৮২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১২০০ জনকে আসামি করে নাশকতার অভিযোগে মামলা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) মামলাটি দায়ের করেছেন চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ডের কোরালিয়ার সামসুল হক হাওলাদের ছেলে মো. সেলিম মিয়া (৪৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দীপু মনি, তার ভাই টিপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান এবং চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর সুমনের হুকুমে গত ১৮ জুলাই শহরের মুনিরা ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও ভবনে অগ্নিসংযোগ করা হয়। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, যাদের নাম মামলার তালিকায় উঠেছে তারা সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের বর্তমান ও সাবেক নেতা। অধিকাংশই চাঁদপুর পৌর ও সদর উপজেলার আওতাধীন আওয়ামী লীগের নেতাকর্মী।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুহাম্মদ মুহসীন আলম বলেন, মামলার আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে। এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

এদিকে মামলার বিবাদীরা সবাই আত্মগোপনে থাকায় তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence