তিন সন্তান ও স্ত্রীসহ প্রাণ হারালেন ইতালি প্রবাসী

বেইলি রোডের আগুনে ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে
বেইলি রোডের আগুনে ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে  © সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় ইতালি প্রবাসী সৈয়দ মোবারকসহ (৪২) একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান মোবারকের চাচাতো ভাই সৈয়দ ফয়সাল। মোবারকের এক মাসের মধ্যে ইতালিতে যাওয়ার কথা ছিল বলে জানান তিনি।

ফয়সালের ভাষ্য, রাত ৮টার দিকে সৈয়দ মোবারক, স্ত্রী স্বপ্না (৩৮), মেয়ে সৈয়দা তাশফি (১৭), ছেলে সৈয়দা নূর (১৫) ও সৈয়দ আব্দুল্লাহকে নিয়ে থেকে বের হন কাচ্চি ভাই রেস্টুরেন্টে খাওয়ার জন্য। তারা সেখানে যাওয়ার পর আগুন লাগে। এতে সবাই মারা গেছেন।

আরো পড়ুন: প্রাণ হারালেন ভিকারুননিসার শিক্ষিকা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে

ফয়সাল বলেন, মোবারকের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরে। ঢাকার মগবাজার এলাকায় থাকতেন তিনি। তার এক মাসের মধ্যে ইতালি যাওয়ার কথা ছিল। তবে এ আগেই দুর্ঘটনা ঘটে গেল।

এর আগে বৃহস্পতিবার রাতে  বেইলি রোডের বহুতল ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে আগুন লাগে। এতে অন্তত ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


সর্বশেষ সংবাদ