রাবি গেটের সামনে বাস-অটোরিকশা সংঘর্ষ, গুরুতর আহত রুয়েট ছাত্র

রাবি গেটের সামনে বাস-অটোরিকশা সংঘর্ষ, গুরুতর আহত রুয়েট ছাত্র
রাবি গেটের সামনে বাস-অটোরিকশা সংঘর্ষ, গুরুতর আহত রুয়েট ছাত্র  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশায় থাকা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সোহেল রানা (২২) গুরুতর আহত হয়েছেন। তার মাথায় আঘাত লেগেছে। এছাড়া চালকের দুই পা ভেঙে গেছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রাজশাহী শহরের দিক থেকে ছেড়ে আসে যাত্রীবাহী বাসটি। অপরদিকে বিনোদপুর রোড হয়ে শহরের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। এরপর রাবির মূল ফটকের সামনে আসলে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন অটোরিকশায় থাকায় দুজন।

গুরুতর আহত রুয়েট ছাত্র মো. সোহেল রানা (২২) নওগাঁ জেলার সাপাহার উপজেলার কুচিন্দা গ্রামের মো. আলম হোসেনের সন্তান এবং আহত অটোরিকশা চালকের নাম মো. মুন্না মিয়া (৩১) বোয়ালিয়া থানাধীন কাদিরগঞ্জ গ্রামের মো. মামুন হোসেনের সন্তান। 


সর্বশেষ সংবাদ