প্রার্থীর পোস্টার কেড়ে নিয়ে জরিমানা গুনলেন ছাত্রলীগ নেতা

ছাত্রলীগ
ছাত্রলীগ  © ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের স্বতন্ত্রপ্রার্থীর পোস্টার ছিনিয়ে নেওয়ায় ছাত্রলীগের এক নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ ডিসেম্বর) রাতে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন।

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম শেখ মঞ্জুর ই মাওলা ফারহান। তিনি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক।। আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান। এ জন্য পদত্যাগও করেন তিনি। তবে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে।

জানা গেছে, বিকেলে বিভিন্ন এলাকায় অটোরিকশায় করে স্বতন্ত্রপ্রার্থী ফিরোজুর রহমানের কর্মী-সমর্থকরা প্রচার চালাচ্ছিলেন। এ সময় মেড্ডা এলাকার পাসপোর্ট কার্যালয়ের সামনে তার পোস্টার ছিনিয়ে নেন ফারহান। পরে ফিরোজুরের ছেলে শেখ ওমর ফারুক উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দেন।

আরো পড়ুন: স্বতন্ত্র প্রার্থীকে ‘মেরে সমান বানাতে চাওয়া’ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার

এর পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন। পরে রাত ১০টার দিকে ফারহানকে ১০ হাজার টাকা জরিমানা করেন। নির্বাচনের আচরণ বিধিমালা লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিনিয়ে নেওয়ায় এ দণ্ড দেওয়া হয়েছে।

মো. মোশারফ হোসাইন বলেন, অভিযুক্ত ব্যক্তি আচরণের জন্য দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে লিখিত অঙ্গীকার করেছেন। আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ টহল কার্যক্রম চলছে।


সর্বশেষ সংবাদ