স্কুলের সামনে ভিড় জমিয়ে ছিনতাই করে তারা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ১২:০২ PM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩, ১২:১৯ PM
রাজধানীর বিভিন্ন স্কুলে ভিড়ের মধ্যে মিশে যায়। ঘোরাফেরার সময় সুযোগের অপেক্ষায় থাক। একপর্যায়ে স্কুলের সামনে অপেক্ষায় থাকা অভিভাবকের ব্যাগ বা মোবাইল ফোন নিয়ে সটকে পড়ে তারা। সম্প্রতি এ ধরনের চক্রের দু’জন ধরা পড়েছে পুলিশের হাতে।
মিরপুর মনিপুর বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গত সপ্তাহে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, জনি ও সাগর। তাদের কাছ থেকে ছুরিও উদ্ধার করা হয়েছে।
মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, জনি ও সাগর ছিনতাই করলেও সবাইকে টার্গেট করে না। তারা স্কুলের সামনে অপেক্ষমাণ নারী অভিভাবকদের টার্গেট করে। সাধারণত ছুটির সময় অভিভাবকদের আশপাশে ঘুরঘুর করে। সুযোগ বুঝে ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর পালিয়ে যায় তারা।
আরো পড়ুন: রাতে নিখোঁজ, সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার স্কুলছাত্রীর
পুলিশ বলছে, ছুটির সময় সবাই সন্তান নিয়ে ব্যস্ত থাকেন। সে কারণে এ সময়টিকেই টার্গেট করে তারা। ছিনতাইয়ের সময় কেউ বাধা দিলে ছুরিকাঘাতের ভয় দেখায়। গত রোববার মনিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে যায় তারা। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গেলে তারা পালিয়ে যাচ্ছিল। তখন তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছে ছুরি পাওয়া গেছে। তাদের সঙ্গে আর কারা আছে, জানার চেষ্টা চলছে।