ফেলের ভয়ে গলায় ফাঁস, মৃত্যুর পর জানা গেল পেয়েছেন ৪.৯২
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ০৯:৫৮ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১৪ PM
যশোরের কেশবপুরে এইচএসসির ফলাফল ঘোষণার আগ মুহূর্তে তামান্না আক্তার তমা (১৮) নামে এক ফলপ্রত্যাশীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শিক্ষার্থীর পরিবার বলছে, ফেল করার আশঙ্কায় তিনি আত্মহত্যা করেছেন। তবে প্রকাশিত ফলাফলে দেখা গেল, তমা জিপিএ ৪ দশমিক ৯২ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এমন পরিস্থিতিতে পরিবারে চলছে শোকের মাতম।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। তমা ওই গ্রামের জাহিদ হোসেন বাবুর মেয়ে। তামান্না আক্তার তমা এ বছর কেশবপুর উপজেলার পাঁজিয়া ডিগ্রি কলেজের বিএম শাখা থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল।
পুলিশ জানায়, পরীক্ষার পর থেকে তার ভেতর ফল বিপর্যয়ের ভীতি কাজ করছিল। এ ছাড়া পরীক্ষায় অকৃতকার্য হতে পারে এমনটি মনে করে তমা হতাশায় থাকত। ফলাফল প্রকাশের দিন সকাল সাড়ে ১০টার দিকে হতাশাগ্রস্ত হয়ে তমা নিজ ঘরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বেলা ১১টার দিকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহসানুল মিজান রুমি বলেন, মৃত অবস্থায় ওই কলেজ ছাত্রীকে হাসপাতালে আনা হয়।
পাঁজিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ রুহুল আমিন বলেন, তামান্না আক্তার তমা এ বছর বিএম শাখা থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। ফলাফলে তমা ৪ দশমিক ৯২ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, পরীক্ষায় অকৃতকার্য হতে পারে এমন হতাশায় তামান্না আক্তার তমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।