ক্যাম্পাসে সাপের কামড়ে আহত শাবিপ্রবি ছাত্রী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে সাপের কামড়ে আহত হয়েছেন এক ছাত্রী। তিনি হলে ফেরার সময় রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। তাকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে বিষধর কোনো সাপ ছাত্রীকে কামড়ায়নি বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এ তথ্য নিশ্চিত করে প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, এটা পানির ঢোঁড়া সাপ। ২০ শতাংশ বিষাক্ত থাকায় স্যালাইন চলছে তার। ছাত্রীর অভিভাবককে খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরো পড়ুন: ঢাকা কলেজ ছাত্রকে হলে রেখে গাঁজা সেবন ঢাবি ছাত্রলীগ নেতার

জানা গেছে, আহত ছাত্রী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত রয়েছেন। তিনি প্রথম ছাত্রী হলের আবাসিক শিক্ষার্থী। সাপের কামড়ের পর তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও ঝুঁকিমুক্ত। অন্য সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে যান।

 


সর্বশেষ সংবাদ