নয়াপল্টনে ‘বাজার করতে’ বের হওয়া দুই শিক্ষার্থী আটক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ১২:১৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
বিএনপির ডাকা হরতাল চলাকালে রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) সকালে তাদেরকে আটক করা হয়। তাদের দাবি, তারা সাধারণ শিক্ষার্থী। বাজার করতে বাসা থেকে বের হয়েছিলেন।
আটকদের নাম আরমান ও সজীব। পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের পর তাদের সাধারণ শিক্ষার্থী মনে হলে ছেড়ে দেওয়া হবে।
আরো পড়ুন: মির্জা ফখরুলকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ
জানা গেছে, হরতালকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা বিভিন্ন স্থানে পথচারীদের তল্লাশি করছে। হরতালে যাতে কেউ নাশকতা না করতে পারে, সে জন্য পুলিশের এ কার্যক্রম বলে জানিয়েছেন কর্মকর্তারা।