মতিঝিল আইডিয়ালের সেই শিক্ষিকা রিমান্ডে

আদালত প্রাঙ্গনে আসামিরা
আদালত প্রাঙ্গনে আসামিরা  © সংগৃহীত

মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের মামলায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের সমাজবিজ্ঞান বিষয়ের বহিস্কৃত শিক্ষিকা মাকসুদা আক্তার মালাসহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 

আসামিদের মধ্যে ডা. অনিমেষ কুমার কুণ্ড, ডা. কে এম বশিরুল হক, ডা. ইউনুচ উজ্জামানের চার দিন এবং শিক্ষিকা মাকসুদা আক্তার মালা, ডা. জাকারিয়া আশরাফ ও ডা. জাকিয়া ফাবিরার দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। আরো পড়ুন : ফাঁস প্রশ্নে মেয়েকে মেডিকেলে ভর্তি করিয়েছেন শিক্ষিকা মালা।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। 

একই মামলায় অপর চার আসামির রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে যাওয়া আসামিরা হলেন, ডা. মৈত্রী সাহা, ডা. সাবরিনা নুসরাত রেজা টুসী, ডা. মুস্তাহিন হাসান লামিয়া ও ডা. নাজিয়া মেহজাবিন টিশা।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা মিরপুর মডেল থানায় প্রশ্নফাঁসের মামলায় আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ১৭ সেপ্টেম্বর ধার্য করেন। 

এদিন শুনানিকালে আসামিদের আদালতে হাজির করা হয়। তাদের পক্ষে কাজী নজিবউল্যাহ হিরুসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।


সর্বশেষ সংবাদ