রক্ত দিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন কলেজছাত্র

সন্তানের লাশের সামনে মায়ের আহাজারি
সন্তানের লাশের সামনে মায়ের আহাজারি  © সংগৃহীত

প্রান্ত মিত্র (২৩) ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের বোটানি বিভাগের তৃতীয় বর্ষে শিক্ষার্থী। গত ২৪ জুলাই রাতে বন্ধুর বোনকে রক্ত দিতে বাসা থেকে বের হন। রাত পের হয়ে গেলেও আর বাসায় ফেরেননি তিনি। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে শহরের আলীপুর ব্রীজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।

প্রান্তর বাবা বিকাশ মিত্র শহরের দীপ শিখা স্কুলে শিক্ষকতা করেন। যার সুবাদে দীর্ঘদিন ফরিদপুর শহরে বসবাস করছেন তারা। বিকাশ মিত্র এক ছেলে ও এক মেয়ের জনক। মেয়ের বিয়ে হয়ে গেছে। প্রান্ত বাবা-মায়ের সাথে থাকতেন। প্রান্তর গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার পাঁচুরিয়া গ্রামে।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত দুইটার দিকে প্রান্তের বন্ধু হৃদয় তাকে ফোন দিয়ে বলে, তার বোনের সিজারিয়ান অপারেশন। এর জন্য ডাক্তার বলছে রক্তের ব্যবস্থা করতে। বন্ধুর ফোন পেয়ে ঐ রাতেই রক্ত দিতে বাসা থেকে বের হয় প্রান্ত। সকাল হলেও প্রান্ত আর বাসায় ফেরে না। ফলে দুশ্চিন্তায় পরে যায় পরিবারের সদস্যরা। মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর শুনে আলীপুর ব্রিজের কাছে ছুটে আসে পরিবারের সদস্যরা। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

কোতয়ালী থানা পুলিশের এস আই মো: শামিম হোসেন জানান, ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আলীপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে কলেজছাত্রে মরদেহ উদ্ধার করি। মরদেহ থানায় রাখা হয়েছে। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। কারা হত্যা করেছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ময়না তদন্তের পর হত্যার রহস্য জানা যাবে।


সর্বশেষ সংবাদ