বেরোবির রিসার্চ ইনিস্টিটিউটে চুরির ঘটনায় দু’জন গ্রেপ্তার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) চুরির ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে রংপুরের তাজহাট থানার পুলিশ। গ্রেপ্তার দুজন হলো- মানিক মোহন্ত (২৫) ও ফরহাদ (১৯)। শুক্রবার (১৪ জুলাই) বেরোবি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান খান মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনিস্টিটিউটে নৈশপ্রহরীকে বেঁধে রেখে এ চুরির ঘটনা ঘটে। জানা গেছে, বেরোবির বিশেষ উন্নয়ন প্রকল্পের প্রহরীকে বেঁধে রেখে প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায় স্থানীয় কিছু বখাটে।

গত ৩ জুলাই রাতে রেরোবির ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটের নৈশ প্রহরী মো. হোসেনকে (৭৩) স্থানীয় বখাটেরা নির্যাতন করে গাছে বেঁধে রাখে বলে জানা গেছে। তারা প্রকল্প এলাকার বৈদ্যুতিক তার, কম্পিউটার, কার্ট পিচ রড, টিভি, লোহার বোর্ড, বৈদ্যুতিক তিনটি মোটরসহ প্রকল্পে থাকা আনুষাঙ্গিক জিনিস পত্র নিয়ে যায়।

এসব সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রহরী রংপুর মহানগরের তাজহাট থানায় অভিযোগ দিয়েছেন।


সর্বশেষ সংবাদ