ঝরনার পানি ডুবে প্রাণ গেল ‍দুই শিক্ষার্থীরা

ঝরনার পানিতে ডুবে দু’জনের মৃত্যু হয়েছে
ঝরনার পানিতে ডুবে দু’জনের মৃত্যু হয়েছে  © প্রতীকী ছবি

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় রূপসী ঝরনার পানিতে ডুবে দুইজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহত দু’জন হলো, আফসার (১৫) ও আরিফ (১৮)। তারা নগরের আকবরশাহ কলোনির বাসিন্দা বলে জানা গেছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক জানান, রূপসী ঝরনায় বেড়াতে গিয়ে দুই শিক্ষার্থী ডুবে যায়। রোববার বিকেলে সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিস খবর পায়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।  


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!