বাবা-মায়ের ওপর অভিমান করে ছেলের আত্মহত্যা

  © ফাইল ছবি

বগুড়ার শেরপুরে আলহাজ্ব প্রামাণিক (১৩) নামের এক মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে সকালে উপজেলার নলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আলহাজ্ব প্রামাণিক ওই গ্রামের দিনমজুর সোহরাব প্রামাণিকের ছেলে এবং শৈল্লাপাড়া মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র। 

আরও পড়ুন: রাগ করে বাড়ি ছেড়ে পালানোর সময় তিন ছাত্রী আটক

পুলিশ ও স্বজনদের কাছে থেকে জানা যায়, বৃহস্পতিবার রাতে পরিবারের লোকজনের সঙ্গে খাবার খায় প্রামাণিক। খাবার শেষে পড়াশোনা বিষয় নিয়ে তাকে বাব-মা রাগারাগি করে। এতে বাবা-মায়ের ওপর অভিমান করে রাতে তার শয়ন কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকালে ঘুম থেকে না উঠায় তাকে ডাকাডাকি করলে কোনও সাড়া না পেলে জানালার ফাঁক দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

শেরপুর থানার এসআই আব্দুস সালাম জানান, পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এবং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।


সর্বশেষ সংবাদ