উপবৃত্তির টাকার তথ্য মোবাইলের মেসেজে আসে না

ভুয়া মেসেজ
ভুয়া মেসেজ  © সংগৃহীত

সম্প্রতি একটি প্রতারক চক্র শিক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন শিক্ষাবোর্ডের নামে উপবৃত্তি টাকা পাওয়া সংক্রান্ত একটি ভুয়া মেসেজ পাঠাচ্ছে মোবাইলে মোবাইলে। এতে প্রতারিত হচ্ছে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে উপবৃত্তির জন্য মোবাইলে এরকম কোনও মেসেজ দেওয়া হয় না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

সংশ্লিষ্টরা জানিয়েছে, একটি সংঘবদ্ধ চক্র মোবাইলে ক্ষুদে বার্তা দিয়ে যেকোনো শিক্ষাবোর্ডের নামে শিক্ষার্থীদের কাছে ভুয়া মোবাইলফোন নাম্বার পাঠিয়ে দেয়। সেই নম্বরে এমার্জেন্সি যোগাযোগ করতে বলে, নইলে টাকা পাবে না বলে প্রলোভন দেখায়। সরলমনা শিক্ষার্থী বা অভিভাবক তাদের এই ফাঁদে পা দিয়ে মোটা অঙ্কের টাকা পাঠিয়ে প্রতারিত হচ্ছেন। এসব ঘটনায় দেশের বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রাজধানীর ধোলাইখাল এলাকার শিল্পী আক্তার দ্যা ডেইলি ক্যাম্পাসের কাছে অভিযোগ জানিয়েছে, গত কয়েকদিন আগে ০১৮৯২৪৪৫৯৮১-এ নম্বর থেকে তার মোবাইলে উপবৃত্তির টাকা দেওয়া হচ্ছে, টাকা গ্রহণের জন্য শিক্ষাবোর্ডের নম্বরে কল করুন এই নাম্বারে ০১৯৫২০৬৫৬৫০।

আরেক মেসেজে লেখা হয়েছে, “প্রিয় শিক্ষার্থী (COVID-19) এর কারণে তোমাদের উপবৃত্তির ৪২০০ টাকা দেওয়া হচ্ছে। টাকা গ্রহণের জন্য শিক্ষাবোর্ডের নম্বরে কল করুন মোবাঃ 01743602414/01886548626. সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত।”

“প্রিয় স্টুডেন্ট, শিক্ষা মন্ত্রণালয় থেকে উপবৃত্তি দেওয়া হচ্ছে ৪২০০ টাকা। এখনি যোগাযোগ করুন: 01821759545”. এরকম লেখা হয়েছে আরেক মেসেজে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, উপবৃত্তির জন্য মোবাইলে কোনও মেসেজ দেওয়া হয় না। উপবৃত্তি দেওয়া হলে সেটা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়। এছাড়াও শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের ওই শিক্ষার্থীদের একাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence