বিদ্যালয়ের সহ-সভাপতির বিরুদ্ধে শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ

অভিযুক্ত বশির মৃধা
অভিযুক্ত বশির মৃধা  © সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পক্ষিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বশির মৃধার (৪০) বিরুদ্ধে একই বিদ্যালয়ের এক শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনার বিষয়ে থানায় অভিযোগ করায় ওই শিক্ষিকা ও তার পরিবারকে এলাকা ছাড়ার জন্য বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই শিক্ষিকা। 

এ ঘটনার প্রতিকার চেয়ে বুধবার (১৫ ফেব্রুয়ারি) বশির মৃধাসহ দুই জনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় মামলা করেছেন ওই শিক্ষিকার স্বামী। 

মামালার অভিযোগ-পত্রে বলা হয়েছে, বালিয়াতলী ইউনিয়নের পক্ষিয়াপাড়া গ্রামের ওই শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়া-আসার সময় বশির মৃধা প্রায়ই তাকে প্রেমের প্রস্তাব দিতেন। এতে তিনি রাজি না হওয়ায় গত ৫ ফেব্রুয়ারি রাত ৯টায় বশির ওই শিক্ষিকার বাড়ির টয়লেটে গিয়ে লুকিয়ে থাকেন। পরে ওই শিক্ষিকা টয়লেটে গেলে তাকে যৌন হয়রানি করেন। এ সময় ওই শিক্ষিকার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় অভিযুক্ত বশির।

ওই শিক্ষিকা জানিয়েছেন, এ বিষয়ে থানায় অভিযোগ করায় ওই শিক্ষিকার পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দিয়েছেন অভিযুক্ত বশির।

এ নিয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম জানান, কলাপাড়া উপজেলার পক্ষিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বশির মৃধার বিরুদ্ধে ওই বিদ্যালয়ের এক শিক্ষিকাকে যৌন হয়রানির বিষয়ে থানায় একটি অভিযোগ অভিযোগ করা হয়েছে; তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ