হোটেল কক্ষের গোপন ভিডিও দিয়ে রাবি-ঢাবি শিক্ষার্থী দম্পতিকে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ২

রাজপাড়া থানা, রাজশাহী
রাজপাড়া থানা, রাজশাহী  © ফাইল ফটো

রাজশাহীতে হোটেল নিউ পপুলার-২  নামের একটি আবাসিক হোটেলের রুমে লাগানো গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও দিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী দম্পতিকে ব্ল্যাকমেইলের অভিযোগে হোটেলটির ম্যানেজারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর লক্ষ্মীপুর এলাকার নিউ পপুলার-২ নামের ওই হোটেলটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করে রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার ভোর রাতে হোটেলে পুলিশ অভিযান চালিয়ে ম্যানেজার ও একজন হোটেল বয়কে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে পাঠানো হলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণ করেন। 

এর আগে ভুক্তভোগী ওই রাবি শিক্ষার্থী রাজপাড়া থানায় মামলা দায়ের করেন। এই মামলায় আসামি করা হয় হোটেল মালিক, ম্যানেজার ও বয়সহ কয়েকজনকে। গত সোমবার (৩০ জানুয়ারি) ভুক্তভোগী মামলাটি দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন হোটেল নিউ পপুলার-২ এর ম্যানেজার শরিফ উদ্দিন (২৮)। তিনি নওগাঁর পোরশার বাসিন্দা বলে জানা গেছে। অপর গ্রেপ্তারকৃত হোটেল বয় আব্দুল নূর (১৯)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাসিন্দা। তারা এক শিক্ষার্থী দম্পতির গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলের মাধ্যমে টাকা দাবি করেছিল। এছাড়া তাদের থেকে উদ্ধার করা হয়েছে হোটেল কক্ষে গোপনে ধারণ করা ভিডিওচিত্রও।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী তার স্ত্রীকে নিয়ে গত রবিবার রাতে ওই হোটেলে ওঠেন। তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা হোটেলে ওঠার কিছুক্ষণ পরই শরিফ ও নূর গিয়ে দরজায় কড়া নাড়েন। তারা দাবি করেন অতিরিক্ত অর্থ। জানান, হোটেল কক্ষের ভেতরের দৃশ্য তাদের ভিডিও করা হয়েছে। এখন টাকা না দিলে ভিডিও ফাঁস করা হবে। তখন ওই দুই শিক্ষার্থী হোটেল থেকে পালিয়ে যান।

পরদিন সোমবার শরিফ ও নূর তাদের দফায় দফায় ফোন করে টাকা দাবি করে প্রথমে তিন লাখ, এরপর দুই লাখ, সর্বশেষ ৫০ হাজার টাকা দিলে ভিডিও প্রকাশ করা হবে না জানানো হয়। 

এ নিয়ে রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানিয়েছেন, রাবি ভুক্তভোগী শিক্ষার্থী হোটেলের মালিকসহ পাঁচজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন। এই মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতে চালান দেওয়া হলে বিচারক তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন। এছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence