রাজধানীতে যুবকের হাতে লাঞ্ছিত নারী বিসিএস ক্যাডার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ০১:৩৫ PM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২, ০১:৪৪ PM
রাজধানীতে বিসিএস ক্যাডার এক নারী লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেছেন। তার অভিযোগ, এক যুবক তাকে লাঞ্ছিত করার পর পেটে লাথি মেরে পালিয়েছেন।
বুধবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর ৬০ ফিট সড়কের কলাপাতা রেস্টুরেন্টের সামনে এই ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে ঐ নারী জানান, মিরপুরের ৬০ ফিট সড়কের একটি রেস্টুরেন্টে বসে আমার বান্ধবীর সঙ্গে কথা বলছিলাম। সেও বিসিএস ক্যাডার। একটা সময় আমার বাসার জরুরি কাজের কথা মনে পরে। তাই দ্রুত বাসায় যাওয়ার জন্য রেস্টুরেন্ট থেকে বের হয়ে সিএনজি ঠিক করছিলাম।
তিনি বলেন, এমন সময় সিএনজির পেছনে এসে একটি মোটরসাইকেল এসে দাঁড়ায়। ঐ মোটরসাইকেলের চালক (যুবক) সিএনজির চালককে অকথ্য ভাষায় গালাগালি করছিলেন। সেসময় আমি তাকে ভালোভাবে কথা বলতে বলি।
আরও পড়ুন: হত্যা মামলার প্রধান আসামী কুবি মুক্তিযুদ্ধ মঞ্চের সম্পাদক
ঐ নারী আরো বলেন, এরপর তিনি আমার ওপর চড়াও হন। অকথ্য ভাষায় গালাগাল করেন। আমি মোবাইলে তার ছবি তুলতে যাই। তখন তিনি মোটরসাইকেল থেকে নেমে আমাকে হেলমেট দিয়ে মারতে আসেন। তিনি আমাকে লাথি মারেন।
ভুক্তভোগী নারীর শুভাকাঙ্ক্ষী রিফাত উল্লাহ নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে জানিয়েছেন, ঐ মোটরসাইকেলের নম্বর- ঢাকা মেট্রো ল- ১৭-৩৭৪৪।